হে আদম সন্তান কি আশ্চর্য কথা!
লিখেছেন লিখেছেন রাফসান ০১ মে, ২০১৩, ০২:২১:৩৫ দুপুর
হে আদম সন্তান কি আশ্চর্য কথা
তুমি যখন জম্ম গ্রহণ কর তখন তোমার কানে আযান দেয়া হয়, কিন্তু সালাত হয় না।
তুমি যখন মৃত্যু বরণ কর, তখন সালাত (জানাযা) আদায় করা হয় কিন্তু আযান দেয়া হয় না।
যখন তুমি মাতৃগর্ভ থেকে বের হও, জাননা কে তোমাকে বের করছে।
যখন তোমার মৃত্যু হয়, তুমি জান না কে তোমাকে কবরে রেখেছে।
যখন তুমি জম্ম গ্রহণ কর, তোমাকে গোসল করানো হয় পরিস্কার করানো হয়।
যখন তুমি মৃত্যু বরণ কর, তোমাকে গোসল দেয়া হয় পরিচ্ছন্ন করা হয়।
তুমি যখন জম্ম গ্রহণ কর, তুমি জান না কে খুশি হয়েছে এবং কে তোমাকে স্বাগত জানিয়েছে।
তুমি যখন মৃত্যু বরণ কর, জাননা কে তোমার জন্যে কেঁদেছে এবং তোমার বিদায়ে দুঃখ প্রকাশ করেছে।
যখন তুমি মাতৃগর্ভে ছিলে, সংকীর্ণ ও অন্ধকার স্থানে ছিলে,
যখন তোমাকে কবরে রাখা হবে, সংকীর্ণ ও অন্ধকার স্থানেই রাখা হবে।
তুমি যখন জম্ম গ্রহণ করেছ, তোমাকে একটি কাপড়ে জড়িয়ে ঢাকা হয়েছে।
তুমি যখন মৃত্যু বরণ করবে, তোমাকে একটি কাপড়ে জড়িয়ে ঢেকে রাখা হবে।
জন্ম লাভ করে বড় হলে লোকেরা তোমার যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করে।
তোমাকে যখন কবরে রাখা হবে ফেরেশতা তোমার আমল সম্পর্কে প্রশ্ন করবেন।
অতএব কি প্রস্তুতি নিয়েছ তোমার জীবনের শেষ দিন মৃত্যুর জন্যে?
বিষয়: বিবিধ
৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন